Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রমিক লীগের কার্যালয় গুঁড়িয়ে দিলো ডিএনসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর কাওরান বাজারে ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের কার্যালয় ভাঙার মধ্যদিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

অভিযানের শুরুতেই জনতা টাওয়ার সফটওয়্যার হাইটেক পার্ক সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ শুরু করে ডিএনসিসির দল। এসময় ফুটপাতটি দীর্ঘদিন ধরে দখল করে রাখা শ্রমিক লীগের কার্যালয় উচ্ছেদ করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান এক একটি এলাকা ধরে পরিচালনা করা হবে। ওই এলাকার ফুটপাত-সড়ক যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেই এলাকায় অভিযান পরিচালিত হবে। সেক্ষেত্রে এক এলাকার উচ্ছেদ অভিযান শেষ করতে যদি ৫-১০ দিনও সময় লাগে তবুও তা করা হবে।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কাওরান বাজারে আমাদের মোট ২৩ বিঘা জায়গা রয়েছে। এর মধ্যে প্রায় ৩/৪ বিঘা অবৈধ দখল হয়েছে।। আমরা ফুটপাতসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছি।

 

  •  
Bootstrap Image Preview