রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের ফু-ওয়াং ক্লাবে গতকাল বুধবার মধ্যরাত থেকে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। চলমান এই অভিযানে ক্লাবটিতে মাদকের অনুমোদন ও পরিমাণ যাচাই করতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও সহায়তার জন্য ডাকা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
মিজানুর রহমান জানায়, আজ সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা চাওয়া হয়েছে। তারা এসে অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন।
এর আগে এই ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। তবে তারা সেখানে অবৈধ কিছু পায়নি বলে অভিযান শেষে জানিয়েছিল।