সাতক্ষীরায় এবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেকের সহযোগিতায় শহরের মুনজিতপুরের একটি ভাড়া বাড়ির মিনি ক্যাসিনো নামে জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে ৪৯ হাজার টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
জানা যায়, শহরের মুনজিতপুরের হায়দার আলি তোতার এই বাড়িটি পলাশপোল গ্রামের শরিফ ঘর ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ওই ভাড়া বাড়িতে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃতে পুলিশ অভিযান চালায়।
আটককৃতরা হলেন, শহরের দক্ষিণ পলাশপোলের শরীফুল ইসলাম, কলারোয়ার শাহীন হোসেন, মধ্য কাটিয়ার আব্দুর রাজ্জাক, লস্করপাড়ার মাহমুদুল হক, কলারোয়ার আলাউদ্দিন সরদার, পুরাতন সাতক্ষীরার কামরুজ্জামান, আশাশুনির সাইফুল ইসলাম, কালিগঞ্জের জালাল সরদার ও মধ্য কাটিয়ার গোলাম রব্বানী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা কয়েক কার্টুন তাস, গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়েছে।