Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোলায় ১১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাট এলাকা থেকে ১১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চোরাই তেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান উপজেলার নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, চৌকিঘাট এলাকায় চোরাই সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত চট্টগ্রাম থেকে নৌ-পথে আসা সরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ থেকে নামানো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করে দৌলতখান থানা হেফাজতে রাখা হয়।

তিনি বলেন, জব্দকৃত এসব সয়াবিন তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দৌলতখান উপজেলার ওই নির্বাহী অফিসার।

Bootstrap Image Preview