Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এনআইডি কেলেঙ্কারি: ইসি কর্মকর্তা শাহানুর আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের কর্মকর্তা শাহানুর মিয়াকে আটক করা হয়েছে। 

ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন জানিয়েছেন, সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এই কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আবদুল বাতেন বলেন, ডিবি পুলিশ শাহানুরকে সোমবার বিকেলে আমাদের অফিস থেকে আটক করেছে। তদন্তের সূত্র ধরে রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, শাহানুর এনআইডি অনুবিভাগে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত।

এর আগে চট্টগ্রামের ডাবলমুরিং থানার ইসি কার্যালয়ের অফিস সহায়ক জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, এবারের হালনাগাদে ৬১ জন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা হয়েছে বলে জানিয়েছে ইসি।

Bootstrap Image Preview