Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেনে মসজিদে সৌদি জোটের হামলায় একই পরিবারের নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


হুতি বিদ্রোহীরা অভিযোগ করেছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের ওমরান প্রদেশে একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন। সোমবার হুতি মালিকানাধীন আল মাসিরাহ টেলিভিশনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারটি সৌদি জোটের বিমান হামলা শুরু হওয়ার পরপরই একটি মসজিদে আশ্রয় নিয়েছিল। কিন্তু ওই মসজিদেও হামলা চালায় সৌদি জোট। হামলায় ওই পরিবারের ৫ জন নিহত হন বলে জানায় হুতিরা।

এছাড়া হামলার পর থেকে ওই পরিবারের আরও দুটি শিশু নিখোঁজ রয়েছে। আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে নিখোঁজ দুই শিশুকে খোঁজে মসজিদটির ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

Bootstrap Image Preview