Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফতুল্লার জঙ্গি আস্তানায় বোম্ব ডিসপোজাল ইউনিটের অভিযান শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িটিতে প্রবেশ করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

ওই বাড়িতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য আছে কি না তা জানতে ও থাকলে নিষ্ক্রিয়করণে বোম্ব ডিসপোজাল ইউনিট আনা হয়। এখন ওই বাড়িতে বোম্ব ডিসপোজাল ইউনিট অভিযান শুরু করেছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন।

এ দিকে ওই বাড়ির আশ-পাশের ১৭টি বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় জয়নাল আবেদীনের দুছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

Bootstrap Image Preview