Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৮ দিন অনশনের পর প্রেমিকের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৭ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ের দাবিতে অনশনের আটদিন পর প্রেমিক সবুজ মিয়ার সঙ্গে এক কলেজছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে।  

গতকাল শনিবার রাতে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে প্রেমিকের বাড়িতেই এই বিয়ে হয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামের আবদুস সালামের ছেলে মো. সবুজ মিয়ার সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার এক কলেজছাত্রীর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৯ সেপ্টেম্বর সবুজ সিরাজগঞ্জ গিয়ে প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে নিয়ে সারা দিন বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে বাড়িতে চলে আসেন। প্রেমিকার সঙ্গে সাক্ষাতের পর তাকে পছন্দ না হওয়ায় সবুজ বাড়িতে আসার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এরই একপর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর বিকেলে ওই কলেজছাত্রী ঠিকানা সংগ্রহ করে প্রেমিক সবুজ মিয়ার বাড়িতে আসেন। প্রেমিকা আসার পর সবুজ বাড়ি থেকে পালিয়ে যান। সেখানে এসে প্রেমিকা বিয়ের দাবিতে অনশন শুরু করলে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এদিকে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর শেরপুর থানা পুলিশ সবুজকে আটক করে থানায় নিয়ে আসে। পরে গতকাল শনিবার রাতে প্রেমিক ও প্রেমিকার পরিবারের লোকজন সমঝোতার জন্য সবুজের বাড়িতে বসে তাদের বিয়ে দেয়।

এ বিষয়ে শেরপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান বলেন, ‘প্রেমিক সবুজ মিয়াকে আটক করলেও মেয়ে পক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।’

 

Bootstrap Image Preview