Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিমান্ডে খালেদ-শামীমের চাঞ্চল্যকর তথ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুবলীগ থেকে বহিষ্কৃত খালেদ মাহমুদ ভূঁইয়া ও নিজেকে যুবলীগের নেতা পরিচয় দেয়া জি কে শামীম, তাদের ক্যাসিনো ব্যবসা, টেন্ডার ও চাঁদাবাজিসহ সেসব চাঁদার ভাগ কে কে পেতেন, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। তাদের অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ থেকে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর এখন ‘ক্যাসিনো খালেদ’ নামেই বেশি আলোচিত হচ্ছেন।

ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠনের দায়িত্বশীল পদে থেকে, অপকর্মের মাধ্যমে শত কোটি টাকার মালিক খালেদের রাজনীতির হাতেখড়ি, ‘ফ্রিডম পার্টি’র হাত ধরে। ক্ষমতার পালাবদলে খোলনলচে পাল্টে যোগ দেন যুবলীগে এসে। গ্রেপ্তারের পর এখন একে একে বেরিয়ে আসছে তার অপকর্মের ফিরিস্তি।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন, রাজধানীর কমলাপুরের অফিসে টর্চার সেলের সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টেন্ডার শামীম’ নামে পরিচিত জি কে শামীম গ্রেপ্তারের পর জানা যায়, তিনি নিজেই ১৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রায় তিন হাজার কোটি টাকার ঠিকাদারি করছেন। ক্ষমতার পটপরিবর্তনে যুবদল থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শামীম নিজেকে পরিচয় দিতেন যুবলীগের সমবায় সম্পাদক হিসেবে।

গ্রেপ্তারকৃতরা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিতে শুরু করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview