Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গিয়েছেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের শীর্ষ পদে আসার পরই ক্যাম্পাসে আসেন ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল। 

বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানান। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ছাত্ররাজনীতির আতুড়ঘর হিসেবে পরিচিত মধুর ক্যান্টিন।

এ সময় সেখানে অবস্থান করছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। খোকন ও শ্যামল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিছুক্ষণ পর আসেন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ও। তার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন খোকন-শ্যামল।

পরে তারা নেতাকর্মীদের নিয়ে চা পানে বসলে ছাত্রলীগের নেতারা বিএনপি’র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পরই খোকন-শ্যামল ক্যাম্পাস ত্যাগ করেন।

উল্লেখ্য ছাত্রদলের সবশেষ কমিটি বেশিরভাগ সময়ই ক্যাম্পাস ছাড়া ছিল। ডাকসু নির্বাচনের সময় শুধু কয়েকবার তারা ক্যাম্পাসে আসে।

Bootstrap Image Preview