Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন ধারায় অগ্রসর হচ্ছে জাপা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কেন্দ্রীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে জাতীয় পার্টি নতুন ধারায় অগ্রসর হতে হচ্ছে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভায় তিনি এ কথা জানান।

সভায় খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব সুনীল শুভ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় পার্টির কমিটি ঢেলে সাজানোর কথা জানান জি এম কাদের।বলেন, অনেক স্থানে পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে। প্রায় জায়গায় সমস্যা আছে, বিশৃঙ্খলা আছে। কাউন্সিলের আগে এসব গুছিয়ে নিতে না পারলে সংগঠনকে সার্বিকভাবে শক্তিশালী করতে পারব না।

জাপা চেয়ারম্যান বলেন, দলে যারা দ্বন্দ্বে জড়িয়েছেন, শৃঙ্খলা ও ঐক্যের স্বার্থে তাদের মীমাংসা করতে বলব। তবে যুক্তি তর্কের পরেও যারা একমত হবেন না, তাদের বিষয়ে কঠিন হব।

জাপার কেন্দ্রীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধনের আভাস দিয়ে তিনি বলেন, আমরা নতুন ধারায় অগ্রসর হতে যাচ্ছি। সামনের দিকে গঠনতন্ত্র সংস্কার ও সংশোধন করতে যা করতে হবে, তা করব।

 

Bootstrap Image Preview