Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির আমলেই ক্যাসিনোর শুরু হয়েছিল: ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলেই ক্যাসিনোর শুরু হয়েছিল। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহর তৈরি করেছে। তাদের আমলেই ক্যাসিনোর শুরু।

তিনি আরও বলেন, সরকারের প্রথম দিকে অ্যাকশন শুরু হয়ে গেছে। শুধু দল-ই নয়, দুর্নীতি নানা অপকর্মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢালাওভাবে ছাত্রলীগ-যুবলীগের বিষয় নয়, যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এটা শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারাদেশেই এই অভিযান চলবে।

কাদের বলেন, অন্যায়, দুর্নীতি করে কেউ পার পাওয়ার সুযোগ নেই এবং সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview