Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুবকের কবজি কাটা সেই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে রুবেল হোসেন নামে এক ঘাট ব্যবসায়ীর দুই হাতের কব্জি কাটার ঘটনায় অভিযুক্ত ফয়েজ চেয়ারম্যানসহ তার এক সহযোগীকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হলো।

বুধবার রাতে উপজেলার পদ্মা নদীর বাঁধের নিচে রুবেল হোসেনের কবজি কেটে ফেলে চেয়ারম্যানের লোকজন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মূল আসামি উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমদ (৩৫), সহযোগী তারেক আহমদ (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও আলাউদ্দিন (৩৫)।

কবজি হারানো রুবেল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি আছে। রুবেল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের খোদা বক্সের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, রাতে নওগাঁ পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আমনুরায় পুলিশের চেক পোস্টে মূল আসামি উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমদসহ তার অপর আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, রুবেলের উপর হামলার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল আসামিদের ধরতে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানিয়েছেন।

Bootstrap Image Preview