Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে এক মাস পর উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview


প্রেমের সূত্র ধরে লক্ষীপুর রামগঞ্জ থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া এক স্কুল ছাত্রীকে এক মাস পর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেনরে নেতৃত্বে একদল পুলিশ নোয়াখালী থেকে তাদের দুই জনকে উদ্ধার করেছে। 

জানা যায়, লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের ছালা উদ্দিনের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী (১৫) নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট রামহরিতালুক গ্রামের শিহাব উদ্দিন রাজুর সাথে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল ।

এক পর্যায়ে গত ১৮ই আগষ্ট গভীর প্রেমের টানে প্রেমিকের কাছে নোয়াখালীতে  পালিয়ে আসে প্রেমিকা এবং  এফিডেভিট এর মাধ্যমে কোর্ট ম্যারেজ করে গোপনে দুই জন বিয়ে করে আত্নগোপনে থাকে।

এদিকে ভিকটিমের পিতা ১৮ই আগষ্ট রামগঞ্জ থানায়  প্রেমিক শিহাব উদ্দিন রাজু,  মো. রাসেল ও জহির উদ্দিন মেম্বার তিনজনের বিরুদ্ধে  অপহরণ মামলা করে।

এ ব্যাপারে নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, এ ঘটনায় ১৮ আগষ্ট রামগঞ্জ থানা থেকে ওসি স্যার মামলার বিষয়টি আমাকে জানান।আসামী শিহাব উদ্দিন রাজু নোয়াখালী সদর উপজেলার রামহরিতালুক গ্রামের মহিউদ্দিন মনিরের ছেলে।

এ মামলায় সুধারাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৭ই সেপ্টেম্বর গভীর রাতে প্রেমিক প্রেমিকাকে উদ্ধার করে ।পরে প্রেমিক শিহাব উদ্দিন রাজুকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানায় প্রেরণ করা হয়।

Bootstrap Image Preview