Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাঁস হওয়া অডিও মিথ্যা, দাবি জাবি প্রশাসনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে গোলাম রাব্বানী ও শাখা ছাত্রলীগের এক নেতার ফাঁস হওয়া ফোনালাপ রেকর্ড মিথ্যা বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তারা।

গোলাম রাব্বানী ও সাদ্দাম হোসাইনের ফোনালাপ উপাচার্যকে বিতর্কিত করার ষড়যন্ত্র দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজের টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং জাবি ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসাইন ও হামজা রহমান অন্তরের ফোনালাপে উপাচার্যকে জড়িয়ে গতকাল ১৫ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে যে ফোনালাপ প্রচারিত-প্রকাশিত হয়েছে, তা অসত্য এবং উদ্দেশ্যমূলক।’

এতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানাচ্ছেন যে, উপাচার্য মহোদয়ের সঙ্গে টাকা ভাগের কোনো আলাপ হয়নি। তিনি কাউকেই অর্থ দেননি। গোলাম রাব্বানী উপাচার্যকে বিতর্কিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ফোনালাপের গল্প তৈরি করেছেন। এ ধরনের পরিকল্পিত মিথ্যা গল্পের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন কর্তৃপক্ষ।

 

Bootstrap Image Preview