Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দিনাজপুরের বিরামপুরে মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের ঘটনায় শ্রী রিপন (২৪) নামের এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোঁচগ্রামে এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রিপন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার বাবা মনিচন দিনমজুর। মাদকের টাকা জোগাড় করতে রিপন বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। এতে বাঁধা দিলে বাবা-মাকে মারধর করে। ইদানিং দা নিয়ে বাবা-মাকে হত্যা করতেও উদ্যত হয়।

এ ঘটনায় মনিচান ছেলে রিপনের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন।

সোমবার দুপুরে রিপন মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে মারধর করতে থাকে। এ সময় মনিচান ইউএনওকে জানালে ঘটনাস্থল থেকে রিপনকে আটক করা হয়। পরে ইউএনও মো. তৌহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিপনকে আট মাসের করাদণ্ড দেন।

Bootstrap Image Preview