আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই। সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে।
রোববার দুপুরে কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষকে আরো সচেতন করতে হবে। সারাদেশে সরকারের পক্ষে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রশনারা বেগম ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ।
কুষ্টিয়ায় গত চব্বিশ ঘণ্টায় ৩৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ২৮জন। চিকিৎসাধীন রয়েছে ৭৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালসহ চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন। এখন পর্যন্ত পুরো জেলায় মোট ৯৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।