Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমাদের কষ্ট দিও না, ভালো থেকো: শোভন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নেতাকর্মীদের অতিরঞ্জিত কিছু না করার অনুরোধ জানিয়েছেন ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসির) ডাচে তার সামনেই নতুন সভাপতি আল নাহিয়ান খান জয়ের নামে স্লোগান দেয়ার পর তিনি নেতাকর্মীদের এ অনুরোধ জানান।

শোভন বলেন, শোনো, কেউ অতিরঞ্জিত হয় এমন কিছু করবা না। যেটা আমাদেরকে কষ্ট দেয়, শেখ হাসিনাকে কষ্ট দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।

শনিবার রাতে জয়কে সভাপতি ও লিখনকে সম্পাদক ঘোষণার কিছুক্ষণ পর ঢাকা মেডিকেলের দিক থেকে আলাদা মোটর সাইকেলে আসেন সদ্য পদ হারানো রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সদ্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া আল নাহিয়ান খান জয়।

এ সময় টিএসসির ডাচে নেতাকর্মীদের ভিড় দেখে শোভন এবং জয় সেখানে থামেন। তখন শোভনের সামনেই নেতাকর্মীরা 'জয় ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম' বলে স্লোগান দিতে থাকে। তবে নতুন ভারপ্রাপ্ত সভাপতি জয় কোনো বক্তব্য দেননি।



 

Bootstrap Image Preview