Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর জন্য বিশাল শোভাযাত্রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার বিকেলে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়।

এর আগে সোনাইমুড়ী উপজেলার আপানিয়া বাজার ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ গেট থেকে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলমকে বরণ করে নেয়।

পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার সঙ্গে সভাস্থলে পৌঁছেন জাহাঙ্গীর আলম। তাকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ী থেকে চাটখিল যাওয়ার পথে রাস্তার দুই পাশে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন লাগানো হয়। নির্মাণ করা হয় অসংখ্য তোরণ।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, চাটখিল উপজেলার উন্নয়নে বিভিন্নভাবে কাজ করেছি। চাটখিলবাসীর জন্যই আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে এখানে যত ধরনের সহযোগিতা প্রয়োজন প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি কাজ করে যাব।

তিনি আরও বলেন, ‘আমি চাই মানুষের সঙ্গে থেকে কাজ করতে। আমার বিশ্বাস উন্নয়নের কাজে আপনাদের ভালোবাসা থাকবে। অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতে আপনারা আমার পাশে থাকবেন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুদ্দিন জেহান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক লিটন প্রমুুুখ।

Bootstrap Image Preview