স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় শাহীনবাগে পানির পাম্প উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বহির্বিশ্বে সব ধরনের যোগাযোগ রক্ষা করা হচ্ছে।