Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রহস্যময় চিরকুট লিখে ঘরছাড়া স্কুলছাত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাতক্ষীরায় রহস্যময় চিরকুট লিখে রেখে বাড়ি ছেড়েছে স্কুল পড়ুয়া এক কিশোর। নিজ বাড়ির পড়ার টেবিলে ‘আল্লাহর পথে যাচ্ছি’ র্শীষক চিঠিটি রেখে শুক্রবার ঘরছাড়ে সে। অনেক খোঁজাখুজি করেও শনিবার দুপুর পর্যন্ত ওই কিশোরের কোনো সন্ধান পায়নি পুলিশ। 

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার বাড়ি ছাড়ার বিষয়টি জানার পর পুলিশ মাঠে নামে।

কিশোরের পরিবারের সদস্যরাসহ প্রশাসন মনে করছে-জঙ্গিপথে জড়িয়ে এমন কাজ করেছে এই ছাত্র। উদ্ধার করা না গেলে সে বড় ধরনের নাশকতায় জড়িয়ে পড়তে পারে বলে মনে আশঙ্কা করছে পুলিশ।

এই কিশোরের স্কুলের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ উদ্বেগ প্রকাশ করে বলেন, সে বরাবরই স্কুলে মেধাবী ও ভদ্র হিসেবে পরিচিত ছিল। শনিবার সকালে স্কুলে এসে ছাত্রটির বাবা ঘটনা জানানোর পর থেকে স্কুলের সবাই চিন্তিত।

এক পুলিশ কনস্টেবলের সন্তান ওই কিশোরের শ্রেণি শিক্ষক মোস্তাফিজুর রহমান ও স্কুলের বন্ধুরা জানায়, সে কিছুদিন যাবত বন্ধুদের আল্লাহর পথে চলার আহ্বান জানিয়ে আসছিল।

এ ঘটনার পর স্কুল পরিদর্শন করে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘একটি মেধাবী ছাত্র ‘আল্লাহর পথে যাচ্ছি’ চিঠি লিখে বাড়ি ছাড়ার ঘটনাটি উদ্বেগজনক।’

তিনি স্কুলে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালাবেন বলেও জানিয়ে জানিয়েছেন।

 

Bootstrap Image Preview