Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ডেঙ্গু রোগী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৯৩৭ জন। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার নয়শ জন। 

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের হাসপাতালগুলোতে মোট ৮০ হাজার ৪০ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানিয়েছেন, ঢাকা শহরে ৪৪ হাজার ছয়শ ৬৭ জন এবং বিভাগীয় শহরগুলোতে ৩৫ হাজার তিনশ ৭৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হন। এসব রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার নয়শ ৩৭ জন। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার নয়শ জন।

তিনি আরও বলেন, রাজশাহীতে তিন হাজার আটশ ৪০ জন, চট্টগ্রামে ছয় হাজার ৮৮ জন, খুলনায় ছয় হাজার আটশ ৯০ জন, রংপুরে এক হাজার আটশ ৪৩ জন, বরিশালে চার হাজার নয়শ পাঁচ জন, সিলেটে আট ৬৩ জন ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন।

Bootstrap Image Preview