বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গঙ্গামতি নামক স্থানে বুধবার রাতে এফ.বি. পূর্ণিমা এবং এফ.বি. ছত্তার নামের ২টি মাছ ধরার ট্রলার ৩৫ জেলেসহ ডুবে যায়।
বৃহস্পতিবার বিকালে এফ.বি. অনিমা নামের মাছ ধরার অপর একটি ট্রলার ২৯ জেলেকে উদ্ধার করে।
শুক্রবার সকালে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেরা জানায়, ঝড়ের সময় ৬ জেলে ট্রলারের খোন্দলে (ভেতরের অংশ) ছিল। ট্রলার ঝড়ে উল্টে ডুবে যাওয়ায় তাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলে তারা ধারনা করছেন।
নিখোঁজ জেলেরা হচ্ছে মনির, বাদশা, কায়েদ, সঞ্জয়, আনোয়ার, হানিফা। সকলের বাড়ি পিরোজপুরের পাড়ের হাট।