Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এখনও নিয়ন্ত্রণে আসেনি মিনিস্টার ফ্রিজের কারখানার আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


এখনও নিয়ন্ত্রণে আসেনি মিনিস্টার ফ্রিজের কারখানার আগুন। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিভাতে হিমশিম খাচ্ছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে, কারখানায় প্রস্তুত করা বিপুল পরিমাণ এলইডি টিভিসহ অন্যান্য পণ্যসামগ্রী পুড়ে যায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ওই সময় বাতাসের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় আগুন ভবনের পাঁচতলায় ছড়িয়ে পড়ে। সেখানে বিভিন্ন পণ্যের কার্টন ও ফ্রিজ তৈরির ফোমসহ অন্যান্য কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের গাজীপুর, টঙ্গী, শ্রীপুর, সাভার ও ঢাকা থেকে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

Bootstrap Image Preview