Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, ১১ নাবিকসহ উদ্ধার ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৭ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৭ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ঢাকামুখী কয়লাবাহী লাইটার জাহাজ হেরা পর্বত ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার হয়েছেন জাহাজটির ১১ নাবিক ও আমদানিকারকের ২ প্রতিনিধিসহ ১৩ জন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের গ্রিন বয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা বয়া নিয়ে সমুদ্রে ভাসমান থাকার পর জেলেরা ভাসতে থাকা নাবিকদের উদ্ধার করেন।

আবহাওয়া প্রচণ্ড খারাপ থাকায় সমুদ্রে ভাসতে থাকা নাবিকদের উদ্ধার করতে ভীষণ বেগ পেতে হয়। হেরা পর্বত জাহাজের মাস্টার ছিলেন মিলন মাস্টার।

বাংলাদেশ লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, দুপুর ১২টার দিকে উদ্ধার হওয়া নাবিকদের সমুদ্র উপকূলে নিয়ে আসা হয়। তারা বর্তমানে এমবি আল নামেরা-৪ নামের একটি লাইটার জাহাজের মাস্টার কাশেমের তত্ত্বাবধানে আছেন।

এমবি আল নামেরা-৪ এর মাস্টার কাশেম জানান, হেরা পর্বত জাহাজটি মালামালসহ ডুবে গেছে। বয়া নিয়ে সমুদ্রে ২ ঘণ্টা ভাসমান অবস্থায় থাকার পর জেলেরা ওই জাহাজের ১১ জন নাবিক এবং ২ জন আমদানিকারকের প্রতিনিধিসহ (স্কট) ১৩ জনকে উপকূলে নিয়ে আসে। বর্তমানে উদ্ধার হওয়া নাবিকরা পতেঙ্গার বিজয়নগর এলাকায় আছে। আহতদের স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কিছুক্ষণ পর নাবিকদের যার যার বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। ওই জাহাজে ১২ জন নাবিক থাকার কথা থাকলেও একজন ছুটিতে ছিলেন।

Bootstrap Image Preview