Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অপহৃত ছাত্রী তিন মাস পর উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নেত্রকোণার কলমাকান্দায় অপহরণের প্রায় তিন মাস পর রাজধানী ঢাকার বনানীর কড়াইল বস্তি এলাকা থেকে মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। 

অপহরণকারী সারোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সোমবার দুপুরে তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। অপহৃত মেয়েটি উপজেলার একটি মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নজরুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের পর পরই বিষয়টি তদন্ত শুরু হয়। অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার বনানী কড়াইল বস্তি এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান গত জুন মাসে অপহৃত ওই মাদ্রাসা ছাত্রীর বাবা একই ইউনিয়নের আনন্দপুর গ্রামের সারোয়ার হোসেনকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

Bootstrap Image Preview