Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিকের শিক্ষার্থীদের টিফিনের খাবারে বিষ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৭১ নং চিলা ভালকি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের টিফিনের খাবারে বিষাক্ত তরল পদার্থ (বিষ) পাওয়া গেছে। 

সোমবার দুপুরের পর স্কুলের টিফিন বিরতির সময়ে শিক্ষার্থীরা বাড়ি থেকে আনা টিফিনের খাবার খেতে গেলে খাবার থেকে বিষের তীব্র গন্ধ পেয়ে প্রধান শিক্ষককে জানায়। এরপর স্কুলের শিক্ষকরা টিফিনের খাবারে বিষ মেশানোর সত্যতা পায়।

স্কুলের শিক্ষার্থী শিফাত (৮) ও প্রার্থনা (৭) জানায়, বাড়ি থেকে টিফিনের খাবার নিয়ে এসে স্কুলের একপাশে প্রতিদিন রাখে সবাই। সোমবার দুপুরের পর সবাই একসাথে টিফিন খেতে বসলে খাবারে বিষের তীব্র গন্ধ পাওয়া যায়। পরে স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের টিফিনের খাবার খেতে নিষেধ করে উপজেলা শিক্ষা অফিসারকে খবর দেন।

স্কুলের প্রধান শিক্ষক মকলেসুর রহমান জানান, স্কুলের ভেতর বহিরাগত কেউ আসার সুযোগ নেই। স্কুলেরই কেউ এই কাজ করতে পারে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজোহা জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে একজন কর্মকর্তাককে পাঠানো হয়ছে। তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview