Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


লালমনিরহাটে রহিম বাবু ওরফে নবিয়ার রহমান (৩৬) নামে এক মাদক বিক্রেতার স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ভোররাতে সদর উপজেলার দুরাকুটি বটতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয় সে। গুলিবিদ্ধ নবিয়ার রহমান লালমনিরহাট পৌরসভার আব্দুর রহিমের ছেলে।

ওসি আরও জানান, দীর্ঘদিন থেকে বাড়ির পাশে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি করছে নবিয়ার রহমান। এমন একটি গোপন খবরে তার হোটেলে অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় হোটেল ও তার বাড়ি থেকে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে নবিয়ারের স্ত্রী সেলিনা আক্তার ও বিপ্লবসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ভোরে তাকে নিয়ে দুরাকুটি বটতলা এলাকায় অভিযান চালানোর সময় নবিয়ার অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ চার রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়লে নবিয়ার রহমানের দুই পায়ে লেগে আহত হন।

পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সদর থানায় নবিয়ার রহমানের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

 

 

 

 

 

Bootstrap Image Preview