Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (২০) ধর্ষণের দায়ে মিলন সিকদার (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিলন সিকদার রাজাপুর উপজেলার পশ্চিম পুটিয়াখালী এলাকার মো. আজাহার আলী সিকদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৮ আগস্ট দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম পুটিয়াখালী গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে তার নিজ ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার মিলন সিকদার।

পরে ঘটনাটি জানতে পেরে কিশোরীর বাবা ওই বছরের ২০ আগস্ট মিলন সিকদারকে আসামি করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ অক্টোবর পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সিকদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত মিলন সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামি মিলন সিকদার আদালতে উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এম আলম খান কামাল।

Bootstrap Image Preview