Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব করে স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দেওয়া হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়।

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, সংসদীয় বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ২৪ জনই রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা মেনে সংশ্লিষ্ট নথিতে সই করেছেন।

একজন সদস্য দেশের বাইরে থাকায় নথিতে সই করতে পারেননি। তবে রওশন এরশাদকে বিরোধীদলীয় হিসেবে তিনিও সম্মতি দিয়েছেন। সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

এর আগে বিরোধী দলের উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত জাপার সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা হিসেবে বেগম রওশন এরশাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

বিরোধীদলের উপনেতা বেগম রওশন এরশাদের সভাপতিত্বে সভায় জাপা চেয়ারম্যান জিএম কাদের, জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল মাহমুদ এমপি, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, সৈয়দ আবু হোসেন বাবলা, সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা, মাসুদ উদ্দীন চৌধুরী, নাসরিন হাওলাদার রত্না, গোলাম কিবরিয়া টিপুসহ প্রায়সব এমপি উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview