Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে লটারির প্রলোভনে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১২ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মোবাইল ফোনে বিভিন্ন লটারির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

রোববার (০৮ সেপ্টেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

গ্রেফতারকৃতরা হলেন- রুবেল মুন্সি (৩২) ও মিরাজ (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন এবং ১৭টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলাধীন ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা রুবেলসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের রাজধানীর খিলগাঁও থানায় গত ২৯ জুন দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে লটারিতে গাড়ি, বাড়ি, অর্থ পুরস্কার পেয়েছেন বলে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করতেন। ফাঁদে পড়ে কেউ টাকা দিতে রাজি হলে একাধিক বিকাশ একাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।

মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান শারমিন জাহান।

Bootstrap Image Preview