Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লুঙ্গি পরেই অফিস করেন তিনি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিলেট বন বিভাগের শেখঘাট রেঞ্জের কর্মকর্তা দেলোয়ার হোসেন। লুঙ্গি ও স্যান্ডেল পরে অফিস করেন তিনি। বাসার পাশেই অফিস হওয়ায় প্রায়ই লুঙ্গি ও স্যান্ডেল পরে এমনকি বাসায় পরার পোশাকেই তিনি অফিস করেন বলে জানিয়েছে স্থানীয়রা।

গত বৃহস্পতিবার বিকেল ৩টায় ওই অফিসে গিয়েও এ দৃশ্য দেখা গেছে।

এ ব্যাপারে সিলেট বন বিভাগে ফরেস্ট রেঞ্জার দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন দীর্ঘদিন থেকে সিলেট বন বিভাগে ফরেস্ট রেঞ্জার হিসেবে কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে তাকে অন্যত্র বদলি করা হলেও তিনি নানা উপায়ে বদলি ঠেকিয়ে সিলেটেই রয়ে গেছেন।

২০১৮ সালের শেষের দিকে একবার তাকে বদলি করা হয়। সর্বশেষ গত মাসেও তাকে টাঙ্গাইলে বদলি করা হলেও তিনি এখনও সিলেটেই রয়েছেন।

এ ব্যাপারে বন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি দেশের বাইরে আছেন বলে বন বিভাগের সিলেট কার্যালয় থেকে জানানো হয়।

Bootstrap Image Preview