Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পৃথিবীর সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট: নৌ-প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩০ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট। কেননা বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের বালক-বালিকাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এই টুর্নামেন্ট। 

আজ শনিবার বিকেলে দিনাজপুরের সেতাবগঞ্জ মেলাগাছি মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, একটি সময় ছিল যখন শুধু ছেলেরাই ফুটবল খেলতো আর মেয়েরা দর্শক সারিতে বসে শুধু হাত তালি দিতো। কিন্তু বর্তমান সরকারের আমলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফুটবলসহ সকল খেলায় অংশগ্রহণ করছে।

তিনি আরো বলেন, আজকের দিনে মাদক একটি বড় বোঝা। মাদক থেকে বিরত থাকার জন্য আমাদের নতুন প্রজম্মের জন্য প্রতিটি মাঠ খেলার উপযোগী করে তোলা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এমআই গ্রুপের সহযোগিতায় ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে এই ফুটবল টুর্নামেন্টে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আব্দুস সবুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রশীদ প্রমুথ। 

Bootstrap Image Preview