Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবু স্ত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পারিবারিকভাবে পছন্দ করা পাত্রীকে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় নিখিল চন্দ্র শীল নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ ওই রায় ঘোষণা করেন।

নিখিল ঝালকাঠীর নলছিটির পূর্ব দপদপিয়া এলাকার লক্ষ্মী চন্দ্র শীলের ছেলে। মেয়েটির বাড়ি বরিশাল সদর উপজেলা রায়পাশা এলাকায়।

ট্রাইবুনালের স্টেনোগ্রাফার কাওছার হোসেন টিটু জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাসে ধর্ষিতার সাথে ধর্ষক নিখিলের পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পর ওই বছরের ১২ ডিসেম্বর নিখিল ফোন করে ওই মেয়েকে নগরীর বিবির পুকুর পাড়ে আসতে বলে।

এরপর তাকে নিয়ে ধর্ষক নগরীর পোর্টরোডস্থ ভুইয়া ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ২১নং কক্ষে ওঠে। সেখানে তারা দু’জন রাত কাটায়। ওই রাতে নিখিল মেয়েটিকে চারবার ধর্ষন করে। পরদিন মেয়েটি বাড়ি ফিরে যায়।

কিছুদিন যাওয়ার পর মেয়েটি নিখিলকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা করতে থাকে। বিষয়টি অভিভাবক মহল পর্যন্ত গড়ায়। কিন্তু নিখিল বিয়ে করতে রাজি না হলে ২০১৫ সালের ১০ জুন মেয়েটি বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় নিখিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

একই বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই শামীম হোসেন নিখিলকে অভিযুক্ত করে চার্জশিট দেন। পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

Bootstrap Image Preview