Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৩ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লক্ষ্মীপুরে এক মাদরাসাছাত্রকে (৭) যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষক মো. মামুনকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রের বাবা বাদি হয়ে শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় এ মামলা করেন।

জানা যায়, নির্যাতনের শিকার ওই ছাত্র সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তাহ্ফীজুল কোরআন মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। অভিযুক্ত মামুন একই মাদরাসার আরবি শিক্ষক। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রকে শিক্ষক মামুন যৌন নিপীড়ন করেছেন। পরদিন সকালে ছাত্র তার মা-বাবাকে ঘটনাটি জানায়।

ঘটনাটি জানাজানি হলে শুক্রবার রাতে স্থানীয়রা শিক্ষক মামুনকে পিটুনি দিয়ে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের নিয়ে যায়। পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিক্ষককে আটক করে।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন বলেন, স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। পরে তাকে পুলিশে সৌপর্দ করা হয়। আমরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview