Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে সাহায্য করুন: বিএনপিকে নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিএনপির উদ্দেশ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আপনারা এটা সমালোচনা না করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করেন। দেখবেন এই সমস্যা অচিরেই দূর হয়ে গেছে। এতে জনগণ আপনাদের সাধুবাদ দিবে। ভবিষ্যতে আপনারাও ক্ষমতায় আসতে পারবেন। 

তিনি বলেন, ‘আপনারা এখন পার্লামেন্টেও গেছেন, সভা-সমাবেশও করছেন। কোন অসুবিধা হচ্ছে না। কিন্তু দয়া করে রাজপথে এসে নৈরাজ্য করবেন না। এতে মানুষের অসুবিধা হয়। মানুষ কষ্ট পায়, বিক্ষুব্ধ হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অর্জন -৭১’ এর সাইনিং ও আশির্বাদ অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।

রোহিঙ্গা সমস্যা নিয়ে নাসিম বলেন, ‘এই সমস্যা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির বন্ধুদেরকে বলবো, রোহিঙ্গা সমস্যা জাতীয় সমস্যা। এটা দলীয় কোন সমস্যা নয়। রোহিঙ্গাদের ফেরত নেয়ার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ একটি গর্বের ও অহংকারের চাকরি। পুলিশকে নিয়ে নির্মিত চলচ্চিত্র নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি অনুরোধ করব, অন্যান্য পরিচালকরাও যেন সামনে পুলিশকে নিয়ে সিনেমা তৈরিতে উৎসাহী হয়।

অর্জন -৭১’ চলচ্চিত্রটির নায়িকা মৌসুমী বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় নিয়ে চলচ্চিত্রটির স্ক্রিপ্ট। চলচ্চিত্র নিয়ে এর বেশি বলবার সময় এখনো আসেনি। আশাকরি চলচ্চিত্রটি আপনাদের ভালো লাগবে।

চলচ্চিত্রটির পরিচালক মির্জা সাখাওয়াৎ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রায়ই বলতেন মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে। কিন্তু সেই তুলনায় চলচ্চিত্র নির্মিত হচ্ছে না। আমার এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বিকন ফার্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview