Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনের মতো আমাদেরও আধুনিক রেল ব্যবস্থা চালুর ইচ্ছা আছে: রেলমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনের মতো বাংলাদেশেও অত্যাধুনিক রেল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়ায় নিজ বাসভবনে দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণকালে এ পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।

চীন সফরের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘চীনে দ্রুত গতির অত্যাধুনিক রেল ব্যবস্থার কারণে যাত্রী সেবা বৃদ্ধি ও সময়ের অপচয় রোধসহ আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরির্বতন এসেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও অত্যাধুনিক রেল ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

নূরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো যাতে পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে পারে সে জন্য নানাভাবে সহায়তা করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে ২৬ জন দুঃস্থ ও অসহায়ের মাঝে ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview