Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৫৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯০ হাজার ২৬৪ হা‌জি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৪ AM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৪ AM

bdmorning Image Preview


চলতি হজ মৌসুমে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন করেছেন ৯০ হাজার ২শ ৬৪ জন হাজি।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) পর্যন্ত ২৫৭টি ফ্লাইটে তারা দেশে ফেরেন তারা। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৪টি ফ্লাইট ছিল ।

আগস্ট মাসের ১৭ তারিখ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত।

বাংলাদেশ থেকে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট এক লাখ ২৭ হাজার ১শ ৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) পবিত্র হজ পালন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের মোট ৩৬৫টি ফ্লাইটে করে তারা সৌদি আরবে যান। আগস্টের ১০ তারিখে পবিত্র হজ পালিত হয়।

এ বছর হজ পালন করার জন্য গিয়ে হজের আগে ও পরে মোট ১শ ১২ জন হাজি মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।

Bootstrap Image Preview