Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে শতাধিক কিশোর আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬ AM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


রাজধানীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে শতাধিক কিশোরকে আটক করা হয়েছে। হাতিরঝিল, ওলন ও মধুবাগ এলাকার বিভিন্ন স্থান থেকে ওই কিশোরদের আটক করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালায় হাতিরঝিল থানা পুলিশ।

রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ জানান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধ তৎপরতায় জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের গ্রেফতার দেখানো হবে।

যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বলেন, সাম্প্রতিক সময়ে পাড়া-মহল্লায় উঠতি বয়সের ছেলেরা নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তারা খুন-খারাবিতেও জড়িয়ে পড়ছে। যৌন হয়রানি এবং মাদকের সঙ্গে অনেকের সংশ্লিষ্টতা রয়েছে। এদের দমন করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, এর আগেও রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই শতাধিক কিশোরকে আটক করা হয়।

Bootstrap Image Preview