Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে প্রেমে প্রতারিত অন্তঃসত্ত্বা কিশোরীর গলায় ফাঁস

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নোয়াখালীর হাতিয়ায় প্রেমে প্রতারিত হয়ে অন্তঃসত্ত্বা কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

নিহত কিশোরী বকুল আক্তার (১৬), হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামের ইছা আলী গো বাড়ীর মো. নুরুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মো. নাজির আহম্মেদ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।নিহতের মা আছিয়া খাতুন ও বোন অভিযোগ করেন, নিহত বকুল বেগমের সাথে একই গ্রামের মোয়াজ্জম হোসেন রেজুর ছেলে মো. শাহারাজ উদ্দিন (২২)’র সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।

শাহারাজ বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ মাস আগে বকুলের সাথে শারীরিক সম্পর্ক করে। পরে বকুল ৩ মাসের অন্তঃসত্ত্বা হলে পরিবারের পক্ষ থেকে শাহারাজকে বিয়ের জন্য চাপ দেয়া হয়। সে বিয়ে করবে করবে বলে বিভিন্নভাবে সময় কালক্ষেপন  করতে থাকলে ভুক্তভোগীর পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেনকে জানায়।

ইউপি সদস্য শাহারাজের সাথে এ বিষয়ে কথা বলে বিষয়টি সমাধান করবে বলে বকুলের পরিবারকে আশ্বাস দেয়। কিন্ত পরে ইউপি সদস্য এ ঘটনা সমাধানের নামে নিরব ভূমিকা পালন করে থাকে।অপরদিকে, শাহারাজ উদ্দিন গত ৪ দিন আগে অন্যত্র সামাজিক ভাবে বিয়ে করে।

বিষয়টি বকুল জানতে পেরে রাগে ক্ষোভে নিজ গায়ের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে হাতিয়ার স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মো. নাজির আহম্মেদ ফোনে বলেন, আমি ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি এবং নিহতের পরিবারের সাথে কথা বলেছি।

তারা এ ঘটনায় নারীও শিশু নির্যাতন আইনে নিয়মিত মামলা করবে বলে পুলিশকে জানায়। পরবর্তিতে ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে।

Bootstrap Image Preview