Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শরীয়তপু‌রে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পরে‌ছেন ‌শি‌শির দত্ত (৩৫) নামে এক ‌বিদ্যুৎ সরবরা‌হের পিচ‌রেট মিটার পাঠক। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সা‌ড়ে ১১টার দিকে তাকে হাতেনাতে ধরে আটকে রাখে এলাকাবাসী। প‌রে গণধোলাই দিয়ে তা‌কে পুলিশে সোপর্দ করা হয়। শরীয়তপুর সদর উপ‌জেলার বিলাশখান গ্রামে এই ঘটনা ঘটে।

আটক ‌শি‌শির দত্ত শরীয়তপুর পৌরসভার উত্তরবাজার এলাকার নারায়ন দ‌ত্তের ছেলে। তিনি ওজোপাডিকো শরীয়তপুর বিদ্যুৎ সরবরা‌হের পিচ‌রেট মিটার পাঠক হিসেবে চাকরি করছেন।

স্থানীয়রা জানান, ওজোপাডিকো শরীয়তপুর বিদ্যুৎ সরবরা‌হের পিচ‌রেট মিটার পাঠক শি‌শির দ‌ত্তের সা‌থে এক প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চল‌ছিল। বৃহস্পতিবার রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে শি‌শির ওই প্রবাসী স্ত্রীর ঘ‌রে ঢু‌কে। এ সময় স্থানীয়‌দের মা‌ঝে বিষয়‌টি প্রকাশ পে‌লে শি‌শির‌কে ঘ‌রের ম‌ধ্যে আট‌কে বা‌হির থে‌কে তালাবদ্ধ ক‌রে রাখা হয়।

একপর্যা‌য়ে স্থানীয় জনতা তালা খু‌লে শি‌শির ওই গৃহবধু‌কে বা‌হি‌রে বের ক‌রে গনধোলাই দেয়। প‌রে রাত সা‌ড়ে ১১টার দি‌কে পালং ম‌ডেল থানা পু‌লিশ‌কে বিষয়‌টি জানা‌লে ঘটনাস্থ‌লে গি‌য়ে শি‌শির‌কে উদ্ধার ক‌রা হয়।

এ ঘটনায় ওই গৃহবধু শরীয়তপুর সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে। এখ‌নো পর্যন্ত থানায় কোন অভিযোগ দা‌য়ের করা হয়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। 

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, এখ‌নো থানায় মে‌য়ে‌টির প‌রিবার কোন অভিযোগ ক‌রে‌নি। শি‌শির আটক র‌য়ে‌ছে। ঘটনাটি তদন্ত ক‌রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

 

Bootstrap Image Preview