Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ: বড় ভাইয়ের মামলায় ছোট ভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview


ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তি করায় বড় ভাই শেখ আলমের দায়ের করা মামলায় ছোট ভাই প্রবাসী শেখ বাহারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বাহার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইতালী মার্কেট সংলগ্ন মৃত শেখ নজির আহমদ’র ছেলে।

গ্রেফতারকৃত বাহারের ভাগ্নে মাহফুজ জানান, ২০১৩ সালে ছোট মামা প্রবাসে থাকাকালীন ফেসবুকে প্রধানমন্ত্রী ব্যঙ্গচিত্র প্রকাশ এবং কটূক্তি করে। পরে এ ঘটনায় তার বড় ২০১৭ সালে কোম্পানীগঞ্জ থানায় আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে। ভাগ্নে আরও জানান, পূর্ব শক্রতা এবং পারিবারিক কলহের জের ধরে বড় মামা এ মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মো. আরিফুর রহমান জানান, তথ্য প্রযুক্তি আইনে সে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

Bootstrap Image Preview