Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুছা ও মো. আজিজ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা।

এ ছাড়া চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে শফিউল হাই নামে আরও একজন রোহিঙ্গা আটক হয়েছেন। গতকাল নগরের মনসুরাবাদে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে তাকে আটক করা হয়। এর আগে গত ২৮ আগস্ট সোনা মিয়া নামে আরেক রোহিঙ্গা যুবক এবং ২২ আগস্ট সুমাইয়া আক্তার নামে এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে আটক হন।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) মো. আশিকুর রহমান বলেন, ‘কে বা কাদের মাধ্যমে রোহিঙ্গারা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করছে তা তদন্ত করা হচ্ছে।’

Bootstrap Image Preview