Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবার শিয়াল মারার ফাঁদে মারা গেলেন ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১ AM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview


শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে মুরগির খামারের চারপাশে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখতেন মালিক রিপন মিয়া। সেই তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল তার আট বছরের শিশুপুত্র রিফাতের। বৃহস্পতিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের রিপন মিয়া বাড়ির পাশেই মুরগির খামার রয়েছে। সম্প্রতি রাতের বেলা শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী খামারের বেশ কিছু মুরগি খেয়ে ফেলায় গত এক মাস ধরে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে সেই তারে রাতের বেলা বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হতো। এতে বেশ কয়েকটি শিয়াল ও বনবিড়াল মারা যায়। 

বৃহস্পতিবার সকালে খামারের চারপাশের তারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করার আগেই রিপন মিয়ার শিশুপুত্র রিফাত খামারে প্রবেশের সময় বৈদ্যুতিক সংযোগ দেয়া জিআই তারে জড়িয়ে মারাত্মক আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেনি নিহতের পরিবার। স্থানীয় ও পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Bootstrap Image Preview