Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় অফিস ও গুদাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫১ AM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview


উখিয়ায় এনজিও শেডের অফিস ও গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসবের মধ্যে রয়েছে- দা, ছুরি, কোদাল, বেলচা, হাতুড়ি ও লাঠি।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

জানা গেছে, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে এনজিও শেড। সেই সুবাদে রোহিঙ্গাদের মাঝে এসব নিষিদ্ধ দেশীয় অস্ত্র সরবরাহের জন্য মজুদ করেছিল বলে স্থানীয়দের ধারণা।

অভিযানের সময় শেডের প্রজেক্ট ম্যানেজার সরওয়ার হাসান জানান, এসব দা, ছুরি, কোদাল, বেলচা, হাতুড়ি ও লাঠি আইওএম তাদের দিয়েছে। ক্যাম্পে বিতরণ না করে আইওএম এসব মালামাল স্থানীয়দের মাঝে সরবরাহ করতে শেডকে দিয়েছে বলে তিনি জানান।

অভিযানে নেতৃত্বদানকারী ফখরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনজিও শেডের অফিস ও গুদামে অভিযান চালিয়ে ১৭শ’ দা, ১১শ’ কোদাল, ২২শ’ বেলচা, ১১শ’ হাতুড়ি ও ১১শ’ লাঠি জব্দ করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এসব মালামাল বিতরণের অনুমতিপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানের সময় পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview