Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইসক্রিমের ভ্যানে বিদেশি মদ পাচার, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জে আইসক্রিমের ভ্যানে মদ চালানের সময় হাতেনাতে দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে শহরের জগদ্ধাত্রীপাড়াসংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে স্কটল্যান্ডের তৈরি সাতটি মদের বোতল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- শহরের খালইস্ট এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. লিয়াকত হোসেন (৫২) ও ভ্যানচালক সোহরাব।

আটককৃতদের মধ্যে লিয়াকত হোসেনের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব -১১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকেই মুন্সীগঞ্জ শহরের থানাসংলগ্ন জগদ্ধাত্রীপাড়া রাস্তায় নজরদারি রাখা হয়। রাত সোয়া ৯টার দিকে সন্দেহ হওয়ায় একটি আইসক্রিমের ভ্যানের ভেতর তল্লাশি চালিয়ে সাতটি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে লিয়াকতের নামে চারটি মাদক মামলা রয়েছে। মাদক বিক্রিতে ব্যবহৃত আইসক্রিম ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview