মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আবারও সাক্ষাৎকার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরে সাক্ষাৎকার নেওয়া হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) প্রতিনিধিদের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন ৩৩টি রোহিঙ্গা পরিবারের সদস্যরা।
শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খালিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গারা ফের তাদের মতামত জানিয়েছেন। তাদের মতামত একটি ফরমে লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পর্যায়ক্রমে প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা সব রোহিঙ্গার সাক্ষাৎকার নেওয়া হবে।
এর আগে গত ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত একই শিবিরে ইউএনএইচসিআর এবং আরআরআরসির কর্মকর্তারা প্রত্যাবাসনে তালিকাভুক্ত ৩৩৯টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছিলেন।
সেসময় ৩ হাজার ৫৪০টি পরিবারের প্রত্যাবাসন হওয়ার কথা থাকলেও ২২ আগস্ট নির্ধারিত তারিখে রোহিঙ্গাদের অনীহার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যায়।