Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বরিশালের বাবুগঞ্জ উপজেলার চরফতেহপুর গ্রামে পিতা হত্যার দায়ে ছেলে ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 

বৃহস্পতিবার বিকেলে আসামির উপস্থিতিতে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ হানিফ ওই রায় ঘোষণা করেন। ফারুক চরফতেহপুর গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারি মো. রফিক জানান, ২০১৪ সালের ২৪ মে পারিবারিক কলহের জেরে নিহত মোসলেমের সাথে তার ছেলে ফারুকের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে নিহত মোসলেম ছেলেকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন।

এতে ক্ষুব্ধ ফারুক ঘরে থাকা লোহার রড দিয়ে পিতাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় মোসলেমকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের অপর ছেলে আমিনুল ইসলাম ঘটনার পর দিন ২৫ মে বাদী হয়ে একমাত্র ফারুককে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুগঞ্জ থানার এসআই আবু জাফর তালুকদার একমাত্র ফারুককে অভিযুক্ত করে চার্জশীট দেন। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

Bootstrap Image Preview