রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা প্রসঙ্গে জিএম কাদের বলেছেন, এটা হতে পারে না। যে কেউ একজন ঘোষণা করলেই হয় না। রাজা নাম হলেই যেমন রাজা হয় না তেমনি চেয়ারম্যান ঘোষণা করলে চেয়ারম্যান হয় না।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রওশন এরশাদের সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমিই পার্টির চেয়ারম্যান। রওশন এরশাদকে যারা চেয়ারম্যান ঘোষণা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জিএম কাদের আরো বলেন, সাংবাদিক সম্মলনের খবর শুনেছি। বিশদভাবে না জেনে এখনই কিছু বলতে চাচ্ছি না। ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।
পার্লামেন্টারি বোর্ড গঠনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় যেভাবে বোর্ড গঠন করেছিলেন সেভাবেই করা হয়েছে। শুধু একজন সদস্য নিজের থেকে জানালে তার স্থানে কাজী ফিরোজ রশীদকে যুক্ত করেছি। জাতীয় নির্বাচন ও একটি উপ-নির্বাচনে একই বোর্ড নাও হতে পারে। এখানে আঞ্চলিকতার প্রাধান্য থাকতেই পারে।
তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি।