নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট বাজারে ভ্রাম্যমান অভিযানে ৪ দোকানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন(৪ সেপ্টেম্বর) বুধবার বেলা ১২ টায় ভ্রাম্যমান আদালত মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ৪ দোকানদারকে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রয়ের কারনে আইনের ৪ ধারা লঙ্ঘনের অপরাধে আইনের ১৪ ধারায় মোস্তফা ট্রেডার্স,আরাফাত এন্টার প্রাইজ,মহিন উদ্দিন এন্টার প্রাইজ,মেসার্স হাজী রাইচ এন্টার প্রাইজ'র প্রত্যেক দোকানিকে ৫০০০ টাকা করে সর্বমোট ২০০০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন জানান,আমাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।